ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে গড়িমসি করার অভিযোগ পাওয়া গেছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন পৌঁছায়নি আদালতে। ওই কর্মকর্তা কারো দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত প্রতিবেদন আটকে রেখেছেন বলেও অভিযোগ করেছে ওই গৃহবধূ ও তাঁর পরিবার।
অভিযোগ অস্বীকার করে সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রতিবেদন দিয়ে দিয়েছি। আমার স্টাফদের কাছে প্রতিবেদন দেওয়া আছে। তাঁরা দিয়ে দিয়েছে মনে হয়।