উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদরের দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। নবগ্রামের কল্যাণকাঠিতে গতকাল মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের চাচাতো ভাইসহ চারজন হামলায় আহত হন।
অন্যদিকে অপর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ রাজ্জাক সেলিমের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয় রবিবার রাতে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীকে গতকাল ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম। ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যার দিকে নৌকার মিছিল থেকে সৈয়দ রাজ্জাক সেলিমের টিএন্ডটি সড়কের বাসভবন, তার নির্বাচনী প্রধান কার্যালয় ও তার মালিকানাধীন ফাতেমা কনভেনশন সেন্টারে হামলা করা হয়।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        