Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২২ মার্চ, ২০১৯ ২৩:৪২

র‌্যাব হেফাজতে মৃত্যুর অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

র‌্যাব হেফাজতে মৃত্যুর অভিযোগ

র‌্যাব সদস্যদের হাতে গ্রেফতারের আট ঘণ্টা পর পটুয়াখালীর বাউফল  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শাকিল খানের মৃত্যু হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাকিলকে বৃহস্পতিবার বিকালে জেলার দশমিনা উপজেলার রমানাথ সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করে পটুয়াখালী র‌্যাব-৮ সদস্যরা। শাকিলের বাড়ি দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামে। তার বাবার নাম শাহ আলম খান। স্থানীয়রা ও শাকিলের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শাকিলকে সাদা পোশাকধারী কয়েকজন আটক করে মারধর করে। স্থানীয়রা বাধা দিলে তারা (সাদা পোশাকধারী) র‌্যাবের পরিচয়পত্র দেখালে স্থানীয়রা চুপসে যায়। র‌্যাব সদস্যরা জানান, শাকিলের সঙ্গে ইয়াবা ট্যাবলেট ছিল। গ্রেফতার এড়াতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অসংখ্য ইয়াবা ট্যাবলেট সে গিলে ফেলে। এ কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

 


আপনার মন্তব্য