শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা
স্থবির বাঘাইছড়ির জনজীবন

মানবাধিকার কমিশনের ঘটনাস্থল পরিদর্শন

রাঙামাটি প্রতিনিধি

এখনো স্থবির হয়ে আছে বাঘাইছড়ি উপজেলার জনজীবন। অদৃশ্য আতঙ্কে হাট-বাজারে যাচ্ছে না পাহাড়ি-বাঙালি ক্ষুদ্র ব্যবসায়ীরা। খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কে চলছে না তেমন কোনো যানবাহনও। পাহাড়ি সড়কগুলোতে সেনাবাহিনী ও বডার গার্ড বাংলাদেশ-বিজিবির টহল জোরদার করা হয়েছে। তবু স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের মধ্যে। গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলার নয়মাইল এলকায় উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারের ঘটনা ভুলতে পারছে না কেউ। এখনো ধরা পড়েনি সেভেন মার্ডারের সঙ্গে জড়িত আসামিরা। তবে সেনা অভিযানে উদ্ধার করা হয়েছে সেদিনের সন্ত্রাসী হামলায় নিহত আনসার সদস্য মিহির কান্তি দত্তের অস্ত্রটি (নং-৩০৩)। গতকাল বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের দশমাইল এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এদিকে, ঘটনার চারদিন পর গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই সদস্য।

বাঘাইছড়ি থানার ওসি এম এম মঞ্জুর আলম জানান, এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।

সর্বশেষ খবর