Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৪ এপ্রিল, ২০১৯ ২৩:০৬

কুমিল্লায় নকশা বহির্ভূত ৯ ভবনের কাজ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নকশা বহির্ভূত ৯ ভবনের কাজ বন্ধ

কুমিল্লা নগরীতে নকশাবহির্ভূত নয়টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সিটি করপোরেশন। নগরীর ঠাকুরপাড়া, নজরুল এভিনিউ, দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত এ সব ভবনের কাজ গতকাল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভবনমালিকদের দেওয়া হয় নোটিস। আগামী রবিবারের মধ্যে সিটি করপোরেশনে নোটিসের জবাব দিয়ে ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। কুসিক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, নকশাবহির্ভূত এবং নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের কারণে নগরীর কয়েকটি ভবনমালিককে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কেউ কুসিকের চিঠিতে সাড়া দেয়নি। রাজধানীর বনানী অগ্নিকান্ডের ঘটনার পর আমাদেরও সতর্ক হওয়া দরকার।


আপনার মন্তব্য