রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জলাশয় দখল নিয়ে সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে সরকারি জলাশয়ের দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার শিতলাবিল গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় চৌকিবাড়ি ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, সরকারি শিতলাবিলে মাছ চাষ ও আধিপত্য নিয়ে কয়েকদিন ধরে শফিকুল ইসলাম ও জামিল উদ্দিনের লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষ বাধে। ধুনট থানার ওসি জানান, শিতলা বিল আবাসন প্রকল্পের ভূমিহীনদের দুই পক্ষের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। শালিস বৈঠকে সংঘর্ষ : ঝালকাঠি প্রতিনিধি জানান, নলছিটিতে শালিশ বৈঠক চলকালে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম জানান, মারামারির ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর