মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খুলনায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নদীর প্রবল জোয়ারের চাপে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বোরো ধানের পাশপাশি মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে নতুন করে বেড়িবাঁধে ধস নামায় কয়রার ১৩-১৪/২-নং পোল্ডারের গোবরা, ঘাটাখালী ও হরিনখোলা এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। জানা যায়, রবিবার রাতে কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে কয়রার ঘাটাখালী মসজিদ সংলগ্ন এলাকার বেড়িবাঁধ ভেঙে ঘাটাখালি গ্রাম প্লাবিত হয়। এতে বিস্তীর্ণ এলাকায় লোনা পানিতে বোরো মৌসুমের পাকা ধান, মৎস্য ঘের ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আ. গফ্ফার ঢালী বলেন, এলাকাবাসি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধের কিছু স্থানে বালি ও মাটি দিয়ে পানি প্রবেশ বন্ধ করলেও নতুন করে কয়েকটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেকশন কর্মকর্তা মশিউল আলম বলেন, বেড়িবাঁধ সংস্কারে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আশাশুনিতে বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত : সাতক্ষীরা প্রতিনিধি জানান, আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুইটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক মৎস্য ঘের। সোমবার ভোরে প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

 

সর্বশেষ খবর