বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা হত্যায় স্থানীয় দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকির ও ৫ ইউপি সদস্যসহ ৫৮ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে। ঘটনার ৮ মাস পর গতকাল বাগেরহাট আমলি আদালতে মামলা তদন্তকারী কর্মকর্তা মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাস চার্জশিট দাখিল করেন। মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান শহিদুল ফকিরসহ ২৬ জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। একজন উচ্চ আদালত থেকে সাময়িক জামিনে আছেন। বাকি ৩১ আসামি পলাতক।
উল্লেখ্য, দলীয় কোন্দলের কারণে গত বছরের ১ অক্টোবর দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার (৫২) ও আওয়ামী লীগ নেতা শুকুর শেখকে (৪০) বাড়ি থেকে ধরে ইউনিয়ন পরিষদে এনে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যা মামলা তদন্তে মোট ৮২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নেতা আনছার আলী ও শুকুর শেখ হত্যা মিশনে সরাসরি অংশ নেয় ১৯ জন। যার নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান শহিদুল ফকির।
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        