সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাগুরায় তিন ফসলি জমিতে একের পর এক গড়ে উঠছে ইটভাটা। এতে একদিকে কৃষি জমি কমছে, অন্যদিকে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে মাগুরা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ইটভাটার সংখ্যা ৭২টি। এর মধ্যে অন্তত ৫০টি ভাটা গড়ে উঠেছে তিন ফসলি জমিতে। সদর উপজেলার লস্করপুর গ্রামের কৃষক আবুল কাশেম, বাচ্চু, গোলজার, মোহাম্মদ শেখ জানান, লস্করপুর মাঠে তাদের ফসলি জমিতে ‘ফাতেমা ব্রিকস’ নামে একটি ইটভাটা করার জন্য ইউনিয়ন পরিষদে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। আবেদনকারীরা আমাদের জানিয়ে দিয়েছে এখানে ইটভাটা করবে, সেজন্য তাদের কাছে জমি ইজারা দিতে হবে। চলতি ফসল উঠে গেলে যেন নতুন করে কোনো ফসল আবাদ না করি। তারা অভিযোগ করে বলেন, ‘তিন ফসলি জমির ফসল দিয়েই আমরা ছেলে-মেয়ের লেখাপড়াসহ সাংসারিক চাহিদা মেটাই। জোর করে নামমাত্র ইজারার মাধ্যমে এ জমি লিজ নিয়ে ইটভাটা করলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। নষ্ট হবে আশপাশের জমিও।’ ভুক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। মাগুরা কৃষি সস্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে তিন ফসলি জমিতে কোনো ইন্ডাস্ট্রি বা ইটভাটা করা যাবে না। বিষয়টি জেলার প্রতিটি ইউপি চেয়ারম্যান-মেম্বরকে জানানো হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান জানান, তিন ফসলি জমিতে যাতে কোনো ইটভাটা গড়ে উঠতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুশাসনই নির্দেশ বলে মনে করি।
শিরোনাম
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
ফসলি জমিতে একের পর এক ইটভাটা
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর