সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাগুরায় তিন ফসলি জমিতে একের পর এক গড়ে উঠছে ইটভাটা। এতে একদিকে কৃষি জমি কমছে, অন্যদিকে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে মাগুরা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ইটভাটার সংখ্যা ৭২টি। এর মধ্যে অন্তত ৫০টি ভাটা গড়ে উঠেছে তিন ফসলি জমিতে। সদর উপজেলার লস্করপুর গ্রামের কৃষক আবুল কাশেম, বাচ্চু, গোলজার, মোহাম্মদ শেখ জানান, লস্করপুর মাঠে তাদের ফসলি জমিতে ‘ফাতেমা ব্রিকস’ নামে একটি ইটভাটা করার জন্য ইউনিয়ন পরিষদে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। আবেদনকারীরা আমাদের জানিয়ে দিয়েছে এখানে ইটভাটা করবে, সেজন্য তাদের কাছে জমি ইজারা দিতে হবে। চলতি ফসল উঠে গেলে যেন নতুন করে কোনো ফসল আবাদ না করি। তারা অভিযোগ করে বলেন, ‘তিন ফসলি জমির ফসল দিয়েই আমরা ছেলে-মেয়ের লেখাপড়াসহ সাংসারিক চাহিদা মেটাই। জোর করে নামমাত্র ইজারার মাধ্যমে এ জমি লিজ নিয়ে ইটভাটা করলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। নষ্ট হবে আশপাশের জমিও।’ ভুক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। মাগুরা কৃষি সস্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে তিন ফসলি জমিতে কোনো ইন্ডাস্ট্রি বা ইটভাটা করা যাবে না। বিষয়টি জেলার প্রতিটি ইউপি চেয়ারম্যান-মেম্বরকে জানানো হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান জানান, তিন ফসলি জমিতে যাতে কোনো ইটভাটা গড়ে উঠতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুশাসনই নির্দেশ বলে মনে করি।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
ফসলি জমিতে একের পর এক ইটভাটা
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর