সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুই জেলায় বন্যায় ৪১ কোটি টাকার ফসলের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা প্রতিনিধি

দুই জেলায় বন্যায় ৪১ কোটি টাকার ফসলের ক্ষতি

পাবনার ঈশ্বরদীতে বন্যার পানিতে নিমজ্জিত সবজি খেত -বাংলাদেশ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধির ফলে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিতে তলিয়ে যায় ৯ হাজার হেক্টর জমির মাষকলাই, শাক-সবজি, হলুদ, কলাসহ বিভিন্ন ফসল। এতে ২০ হাজার কৃষকের ৩৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে তিন দিন ধরে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১০ সেন্টিমিটার এবং মহানন্দা নদীর পানি ছয় সেন্টিমিটার কমেছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ীসহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

এদিকে পাবনায় বন্যার পানি কমলেও এখনো তলিয়ে আছে বিস্তীর্ণ জমির ফসল। আকস্মিক এ বন্যায় নষ্ট হয়েছে তিন উপজেলার দুই হাজার হেক্টর জমির ধান, আগাম শীতের সবজি, মাষকলাই ও কলাখেত। কৃষি বিভাগ বলছে টাকার অঙ্কে এই আর্থিক ক্ষতির পরিমাণ কমপক্ষে আট কোটি টাকা। ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফসল রোপণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এক্ষেত্রে সার্বিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তারা। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সামগ্রিক প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বন্যাপরবর্তী সময় কৃষককে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

সর্বশেষ খবর