মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিনজনের পরিকল্পনায় খামারিকে হত্যা, উদ্দেশ্য গরু লুট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তিনজনের পরিকল্পনায় খামারিকে হত্যা, উদ্দেশ্য গরু লুট

তিনজনের পরিকল্পনায় হত্যা করা হয় খামারি আবদুল মজিদকে। হত্যার আগে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করানো হয়েছিল। এরপর গলায় মাফলার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে খুনিরা। চারটি গরু লুট করার জন্যই তারা এ হত্যাকান্ড ঘটায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ছেলে রাজপাড়ায় থানায় মামলা করেছেন। রাজশাহী নগরীর রাজপাড়া থানায় মজিদ হত্যা ও তার গরু লুটের বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন। তিনি বলেন, গত ৪ ডিসেম্বর রাতে দাশপুকুর থেকে মজিদকে খুন করে তার চারটি গরু লুট করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটকদের জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় পরিকল্পনাকারী ও খুনে সরাসরি অংশ নেওয়া তিনজনকে। এরা হলেনÑ আরিফুল ইসলাম, মিলন ও জিন্দার। উপ-পুলিশ কমিশনার জানান, মজিদকে প্রথমে নেশাজাতীয় দ্রব্য সেবন করানো হয়। এরপর মিলন ও জিন্দার শ্বাসরোধে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আরিফুল মাফলার দিয়ে গলা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর তারা দুটি গাভী ও দুটি বাছুর একটি ভুটভুটিতে তুলে নিয়ে যায়। তিনি বলেন, নগরীর উজিরপুর থেকে লুট হওয়া গরু উদ্ধার করা হয়েছে। ওই এলাকা থেকে জব্দ করা হয়েছে ভুটভুটিও। সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর