শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জন্মদিনে মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু, অসুস্থ ৩

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিনে বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন। কুষ্টিয়া শহরের ইসলামীয়া কলেজ চত্বরে গতকাল তারা অ্যালকোহল পান করেন। মৃতরা হলেন- ফাহিম (২৩), পাভেল ও জিহাদুর রহমান সাজিদ (১৫)। ফাহিম শহরের থানাপাড়া এলাকার সাগর হোসেনের ছেলে। সাজিদ থানাপাড়ার মফিজুর রহমানের ছেলে ও বিকেএসপির বাস্কেটবল টিমের সদস্য। হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, বিকেএসপির বাস্কেট বল টিমের খেলোয়াড় জিহাদুর রহমান সাজিদের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে তার বন্ধু ও পরিচিতরা শহরের কোর্ট স্টেশনের একটি হোমিও হল থেকে অ্যালকোহল কেনেন। পরে ইসলামীয়া কলেজ চত্বরে গিয়ে তারা অ্যালকোহল পান করেন। এরপর অসুস্থ হয়ে একে একে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সাজিদ ও ফাহিম মারা যান। চিকিৎসা নিচ্ছেন পাভেল, আতিকুল, সরুজ ও শান্ত। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার বলেন, ‘বিষাক্ত অ্যালকোহল পান করে ছয়জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে তিনজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে। কুষ্টিয়া মডেল থানার ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য হোমিও দোকান মালিক রফিকুল ইসলামের এক স্বজনকে আটক করা হয়েছে। দোকানটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।

সর্বশেষ খবর