শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেঘনা তীরের অবৈধ ১৫ জেটি উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর তীর দখল করে বানানো ১৫টি অবৈধ জেটি উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল এই অভিযানকালে তিনটি ড্রেজার মেশিনও জব্দ করা হয়। বিআইডব্লিউটিএর উদ্যোগে আশুগঞ্জের ফেরিঘাট থেকে সাইলো এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও প্রশান্ত বৈদ্য। এ সময় বিআইডব্লিউটিএর আশুগঞ্জ ও ভৈরব বাজারের নিয়ন্ত্রণ কর্মকর্তা আসাদুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, আশুগঞ্জের মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা জেটি উচ্ছেদ ও বালু দিয়ে ভরাট করা নদী দখলমুক্ত এবং নদীর তীরে থাকা বালু সরিয়ে নেওয়ার জন্য অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি জেটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় তিনটি ড্রেজার মেশিন। মেঘনা নদী দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়।

সর্বশেষ খবর