শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাদারীপুরে সংঘর্ষে নিহত ১ আহত ২০, লুট ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে গতকাল সকালে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে বাবুল মুন্সী (৪৫) নামে একজন নিহত ও উভয় পক্ষের ২০ জন আহত হন। বাবুল ওই গ্রামের মজিদ মুন্সীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে দেলোয়ার মেম্বারের পক্ষের কয়েক যুবক মিলে এলাকার জঙ্গল পরিষ্কার করার জন্য দা, কাঁচি ও ছেনি নিয়ে বের হয়। প্রতিপক্ষ জুলফিকার খালাসির লোকজন তা দেখে তাদের ওপর হামলা করতে এসেছে ভেবে ওই যুবকদের পরিচ্ছন্নতা কাজে বাধা দেয় এবং মারধর করে। বৃহস্পতিবার রাতে সাবেক মেম্বারসহ তিনজনকে আটক করে পুলিশ। ওই ঘটনার জেরে গতকাল সকালে বিবদমান দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সিরাজ, জুলফিকার, কহিনুর, সজীব, দেলোয়ার, বাবুল, রিপন, হাসানকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় হাসান, বাবুল ও কহিনুরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বাবুল মুন্সী (৪৫) দুপুরে মারা যান। মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের অর্ধশতাতিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে স্থানীয়রা জানান। রাজৈর থানার ওসি জানান, ‘বাবুল মুন্সী নামে একজন মারা গেছেন। এ ব্যাপারে তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে।’

আশুগঞ্জে আহত ১৫ : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর গ্রামের বারোঘইরা ও নজারবাড়ির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর