শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

দুটি মাছের খামারে বিষ প্রয়োগ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুটি মাছের খামারে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। সোম ও বুধবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত রাজ্জাক ও বাদল ফকির। -বাগেরহাট প্রতিনিধি

মাদক ব্যবসায়ীর কারাদন্ড

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কামরুল হাসান রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরোয়ার আলম এই রায় দেন। সাজাপ্রাপ্ত রাজু হাজীগঞ্জ উপজেলার চতন্তর গ্রামের বেপারী বাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে।

-চাঁদপুর প্রতিনিধি

মা হত্যার অভিযোগে ছেলে আটক

ময়মনসিংহের হালুয়াঘাটে মাকে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন ছেলে সাদেকুলকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। জানা যায়, মাকে হত্যার পর সাদেকুল আত্মহত্যার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ। তার গলা ও মাথায় গুরুতর দায়ের আঘাতের ক্ষত রয়েছে। তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আটকের পর দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত দা পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।  উল্লেখ্য, বুধবার উপজেলার উত্তর কৈলাটি গ্রামে ফিরোজা খাতুনকে (৫৫) হত্যা করা হয়। সাবদুল হাইয়ের স্ত্রী ফিরোজা তিন ছেলে ও এক কন্যাসন্তানের জননী। -হালুয়াঘাট প্রতিনিধি

কারেন্টজাল ধ্বংস

চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের চরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে কোস্টগার্ড। অভিযানে নেতৃত্ব দেন হাইমচর নদী এলাকায় দায়িত্বরত কোস্টগার্ড পেটি অফিসার আব্দুল মতিন।

-চাঁদপুর প্রতিনিধি 

‘নৈতিক শিক্ষা বাধ্যতামূলক চাই’

দারুল আজহার মডেল মাদরাসা উত্তরা প্রধান ক্যাম্পাসের ২০২০ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল। প্রিন্সিপাল মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে  বিশেষ অতিথি ছিলেন সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুহাম্মদ এনামুল হক হাসান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আজিজুল হক, মাওলানা কাওসার আহমদ সোহাইল, আজিজ উল্লাহ আহমদী, মাহমুদুল হাসান কিবরিয়া, মোহাম্মদ সালমান প্রমুখ। অনুষ্ঠানের সভপতি বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে এবং উন্নত জাতি গঠনে সর্বস্তরে নৈতিক ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।-টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর