মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে জেএসসির ৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণার পর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে প্রায় ৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে পরীক্ষার্থীরা। গত বছরের চেয়ে এ বছর আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে।

গত বছর ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী ৮ হাজার ৯০২টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এবার ৭ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী ৯ হাজার ৩৭৫টি খাতার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (জেএসসি) সেলিনা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বছর পুনঃনিরীক্ষণের মধ্যে ইংরেজি বিষয়ে ২ হাজার ২২৭টি, গণিতে ২ হাজার ২৪৭টি, বাংলায় ১ হাজার ২৫২টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে (আইসিটি) ৩৪১টি, বিজ্ঞানে ১ হাজার ১৩০টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১ হাজার ৬১৮টি ও ধর্মে (ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষায় ৫১০টি আবেদন জমা পড়েছে।

সর্বশেষ খবর