বগুড়া-১ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নানের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বাদ আসর বগুড়া শহরের পার্ক মসজিদে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই দোয়া মাহফিলের আয়োজন করে। অংশ নেন তৌফিক হাসান ময়না, আসাদ হোসেন, এস এম বেলাল হোসেন, রবিউল আলম অশ্রু, এইচ আলিম, আবদুস সালাম বাবু, এ বি এম জিয়াউল হক বাবলা, মির্জা আহছানুল হক দুলাল, খলিলুর রহমান চৌধুরী প্রমুখ।
সাবেক এমপির শোক : আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একই আসনের বিএনপির সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম। এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        