শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ছাত্রদলের ১২ ইউনিট বিলুপ্ত ঘোষণা

নীলফামারী

নীলফামারী প্রতিনিধি

ছাত্রদলের ১২ ইউনিট বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলা ইউনিটের আওতায় ১২টি শাখা বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে ছাত্রদলের দলীয় প্যাডে। বিলুপ্ত ঘোষিত ইউনিটগুলো হলো- নীলফামারী সদর উপজেলা, নীলফামারী পৌর শাখা, নীলফামারী সরকারি কলেজ শাখা, ডোমার উপজেলা শাখা, ডোমার পৌর শাখা, ডোমার সরকারি কলেজ, চিলাহাটি সরকারি কলেজ, ডিমলা উপজেলা, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা, জলঢাকা উপজেলা, জলঢাকা পৌরসভা ও জলঢাকা সরকারি কলেজ। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি সালেকীন আহমেদ সজীব ও সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স স্বাক্ষরিত সংগঠনের প্যাডে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স জানান, কেন্দ্রীয় পরামর্শে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, দীর্ঘ সময় আগের কমিটির দায়িত্ব পালন ও পুনর্গঠনের অংশ হিসেবে এসব ইউনিট বিলুপ্ত করা হয়েছে।  তিনি বলেন, শিগগিরই তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে ইউনিটগুলো সাজানো হবে।

সর্বশেষ খবর