ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া দিনাজপুর, নাটোর ও ফরিদপুরে সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। প্রতিনিধিদের পাঠানো খবর- ময়মনসিংহ : বয়স্কভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করতে গিয়ে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে গৌরীপুর উপজেলার ডৌহাখলা নামক এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার উজান কাশিয়ার গ্রামের ছাহারা বানু (৬৫), প্রতিবন্ধী লাল মিয়া (৫০), তার মা রাবেয়া খাতুন (৭৫) ও চালক রফিকুল ইসলাম (৫৫)। পুলিশ জানায়, সকাল ১০টায় তাদের বহনকারী অটোরিকশাটি গৌরীপুরের শ্রিরামপুর এলাকায় পৌঁছলে ময়মনসিংহগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাবেয়া খাতুন নিহত হন। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও তিনজন মারা যান। দিনাজপুর: বিরামপুর-নবাবগঞ্জ সড়কের বিরামপুরে ভেকু মেশিনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুজন (৩৭), ওসমান গণি (৩০) ও বিপ্লব হোসেন (৩০)। নাটোর : বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বনপাড়া-রাজশাহী মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার কালিকপুর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস সামাদ (৬৫)। তার বাড়ি নাটোরের আগদিঘা কাটাখালী এলাকায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর : মধুখালী চিনিকলের আখবোঝাই ট্রলিচাপায় গতকাল দুপুরে সিয়াম (৭) নামের এক শিশুর মৃত্যু। নিহত সিয়াম শ্রীপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিরোনাম
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী