শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রতন খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রতন খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুলগ্রাম ইউনিয়নে রতন মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গত মঙ্গলবার রাতে ডেকে নিয়ে তাকে হত্যা করে বাড়ির পাশে টমেটোখেতে লাশ ফেলে রাখা হয়। এ ঘটনায় রতনের মা কসবা থানায় হত্যা মামলা করেন। জড়িত সন্দেহে আটক করা হয় কামাল হোসেন ও সুজনকে। গতকাল তাদের আদালতে পাঠায় পুলিশ। আদালতে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধরায় জবানবন্দি দিয়েছেন কামাল ও সুজন। পরে সন্ধ্যায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা কসবা থানা পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম বলেন, আদালতে কামাল হোসেন ও সুজন মিয়া জানান, কামাল, সোহাগ মিয়া ও সুজন মিয়া যৌথভাবে মাদক ব্যবসা করতেন। এতে তাদের বাধা দিতেন সৌদি প্রবাসী রতন মিয়া। পরে তারা তিন বন্ধু মিলে রতন মিয়াকে হত্যার পরিকল্পনা করে।

সর্বশেষ খবর