পঞ্চগড়ের চাওয়াই নদী থেকে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার অমরখানা এলাকায় চাওয়াই নদী খননের সময় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা। পরে অমরখানা বিজিবি ক্যাম্পের সদস্যরা এসে পুলিশকে খবর দেন। সদর থানা পুলিশ মর্টার শেলটি থানায় নিয়ে আসে। নদী খনন কাজে ব্যবহৃত এস্কেভেটর মেশিন দিয়ে বালি উত্তোলনের সময় মর্টার শেলটি ভেসে ওঠে। এটি ১৯৬২ সালের তৈরি। পুলিশ জানিয়েছে, এটি এখনো নিষ্ক্রিয় কিনা তা বলা যাচ্ছে না। সামরিক বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়েছে।
তারা এলেই বোঝা যাবে। পঞ্চগড়ের অমরখানা এলাকায় পাকসেনাদের শক্ত ঘাঁটি ছিল। চাওয়াই নদীর ওপার থেকে মুক্তিবাহিনীর সঙ্গে পাকসেনাদের বার বার সম্মুখযুদ্ধ সংঘঠিত হয়েছিল। মর্টার শেলটি ওই সময় এই এলাকায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        