রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘একটি রাষ্ট্রকে ক্রীড়ার মাধ্যমে সহজে পরিচয় করানো যায়’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জিলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। গতকাল স্কুল মাঠে এ আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, একটি রাষ্ট্রকে বিশ্বের বুকে ক্রীড়ার মাধ্যমে সহজে পরিচয় করানো যায়। ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলায়ও বিশেষ অবদান রাখবে। আমরা চাই, জিলা স্কুলের ছাত্ররা একদিন জাতীয় দলে খেলবে। যাকে নিয়ে সারা দেশ গর্ব করতে পারে। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শুধু বিনোদন নয়, ভালো মানুষ তৈরিতেও অবদান রাখছে। সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা প্রয়োজন। যারা এ খেলাধুলা থেকে দূরে চলে যায়, তাদের একাংশ মাদকসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর