শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পলাতক আসামির তালিকা ফেসবুকে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ওয়ারেন্টভুক্ত ১৬৭ জন আসামি গ্রেফতারে তাদের নাম ফেসবুকে দিয়েছে পুলিশ।  গত মঙ্গলবার থেকে বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ আসামিদের নাম-ঠিকানা ও পরিচয় দিয়ে তালিকা প্রত্যেক ইউনিয়ন পরিষদ, পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে দেয়ালে সাঁটানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে দেয়। নন্দীগ্রাম পুলিশ বলছে, এতে আসামিদের ব্যাপারে এলাকার মানুষ সচেতন হচ্ছে। আবার অনেকে জানতে পারে না তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। এখন নিজ উদ্যোগে অনেকে আদালতে আত্মসমর্পণ করে থানায় রি-কল জমা দিতে পারবে।

পাশাপাশি অভিযুক্ত আসামিদের ধরতে জনগণের কাছ থেকে সহযোগিতাও পাওয়া যাবে। জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স পেতেও জনগণকে সুবিধা দেওয়া হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে নন্দীগ্রাম থানা পুলিশ এ উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ খবর