নওগাঁ শহরের কোমাইগাড়ী বাইপাস-ডিগ্রির মোড় সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে ময়লা। এর দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীসহ পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে দিনের পর দিন পৌরসভা থেকে ময়লা-আর্বজনা ফেলায় ভোগান্তির শেষ নেই। তাদের ভাষ্য ময়লার গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। পথচারীদের চলতে হয় নাক ঢেকে। জানা যায়, ১৯৬৩ সালে গঠিত হয় নওগাঁ পৌরসভা। তখন পৌরসভা বলতে ছিল শহরের পার-নওগাঁ, হাট-নওগাঁ, উকিলপাড়া, মাস্টারপাড়া, চকদেবপাড়া, কালীতলা, ধর্মতলা, কাজীপাড়া ও বাঙ্গাবাড়িয়া। ১৯৮৯ সালে নতুন করে আরজি-নওগাঁ, চকবাড়িয়া, রজাকপুর, বোয়ালিয়া, জগৎসিংহ, বরুনকান্দি, শিবপুর, শেখপুরা, খালিশকুড়ি, ভবানীপুর, সুলতানপুর, কোমাইগাড়ি ও চকরামচন্দ গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। প্রায় দুই লক্ষাধিক লোকের এই শহরে অনেক আগে থেকেই পৌর বর্জ্য ছোট যমুনা নদীর তীর রক্ষাবাঁধের রাস্তা ডিগ্রির মোড়-বাইপাস সড়কের পাশে ফেলা হচ্ছে। বর্জ্য ফেলার ওই স্থানের এক পাশে নদী অন্য পাশে আবাসিক এলাকা। এখান থেকে ৫০০ মিটার দক্ষিণে নওগাঁ পলিটেকনিক ও নওগাঁ সরকারি কলেজ। এর অদূরেই নওগাঁ সরকারি মেডিকেল কলেজ। দুর্গন্ধের কারণে সড়কটি দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী-পথচারীদের। কোমাইগাড়ী মহল্লার কয়েকজন বাসিন্দা জানান, অনেক দিন আগে থেকে এখানে ময়লা ফেলার কারণে আশপাশের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে। কোনো মানুষের পক্ষে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিয়ে এ রাস্তা পার হওয়া সম্ভব নয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসএম রাশিদুল আলম সাজু বলেন, এ জায়গা ছাড়া পৌরসভার ময়লা ফেলার অন্য কোনো জায়গা নেই। তাই পৌরসভা বাধ্য হয়ে এখানে ময়লা ফেলছে। অল্পদিনের মধ্যে এখানকার ময়লা থেকে জৈব সার তৈরির কারখানা স্থাপন করা হবে। জমির এক মালিক হাই কোর্টে রিট করায় কাজটি শুরু হতে দেরি হচ্ছে। পৌর মেয়র নজমুল হক সনি বলেন, ‘একটি বিদেশি দাতা সংস্থার অর্থায়নে পৌরসভার পয়ঃনিষ্কাশন বর্জ্যর বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা, বর্জ্য পরিবহনে আধুনিক ব্যবস্থাপনা ও পরিশোধানাগার নির্মাণ প্রকল্প ইতিমধ্যে অনুমোদন হয়েছে।
শিরোনাম
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ