নওগাঁ শহরের কোমাইগাড়ী বাইপাস-ডিগ্রির মোড় সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে ময়লা। এর দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীসহ পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে দিনের পর দিন পৌরসভা থেকে ময়লা-আর্বজনা ফেলায় ভোগান্তির শেষ নেই। তাদের ভাষ্য ময়লার গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। পথচারীদের চলতে হয় নাক ঢেকে। জানা যায়, ১৯৬৩ সালে গঠিত হয় নওগাঁ পৌরসভা। তখন পৌরসভা বলতে ছিল শহরের পার-নওগাঁ, হাট-নওগাঁ, উকিলপাড়া, মাস্টারপাড়া, চকদেবপাড়া, কালীতলা, ধর্মতলা, কাজীপাড়া ও বাঙ্গাবাড়িয়া। ১৯৮৯ সালে নতুন করে আরজি-নওগাঁ, চকবাড়িয়া, রজাকপুর, বোয়ালিয়া, জগৎসিংহ, বরুনকান্দি, শিবপুর, শেখপুরা, খালিশকুড়ি, ভবানীপুর, সুলতানপুর, কোমাইগাড়ি ও চকরামচন্দ গ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। প্রায় দুই লক্ষাধিক লোকের এই শহরে অনেক আগে থেকেই পৌর বর্জ্য ছোট যমুনা নদীর তীর রক্ষাবাঁধের রাস্তা ডিগ্রির মোড়-বাইপাস সড়কের পাশে ফেলা হচ্ছে। বর্জ্য ফেলার ওই স্থানের এক পাশে নদী অন্য পাশে আবাসিক এলাকা। এখান থেকে ৫০০ মিটার দক্ষিণে নওগাঁ পলিটেকনিক ও নওগাঁ সরকারি কলেজ। এর অদূরেই নওগাঁ সরকারি মেডিকেল কলেজ। দুর্গন্ধের কারণে সড়কটি দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী-পথচারীদের। কোমাইগাড়ী মহল্লার কয়েকজন বাসিন্দা জানান, অনেক দিন আগে থেকে এখানে ময়লা ফেলার কারণে আশপাশের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে। কোনো মানুষের পক্ষে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিয়ে এ রাস্তা পার হওয়া সম্ভব নয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসএম রাশিদুল আলম সাজু বলেন, এ জায়গা ছাড়া পৌরসভার ময়লা ফেলার অন্য কোনো জায়গা নেই। তাই পৌরসভা বাধ্য হয়ে এখানে ময়লা ফেলছে। অল্পদিনের মধ্যে এখানকার ময়লা থেকে জৈব সার তৈরির কারখানা স্থাপন করা হবে। জমির এক মালিক হাই কোর্টে রিট করায় কাজটি শুরু হতে দেরি হচ্ছে। পৌর মেয়র নজমুল হক সনি বলেন, ‘একটি বিদেশি দাতা সংস্থার অর্থায়নে পৌরসভার পয়ঃনিষ্কাশন বর্জ্যর বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা, বর্জ্য পরিবহনে আধুনিক ব্যবস্থাপনা ও পরিশোধানাগার নির্মাণ প্রকল্প ইতিমধ্যে অনুমোদন হয়েছে।
শিরোনাম
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন