শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
নিরাপদ অভিবাসন সেমিনার

১৭৩ দেশে এক কোটি ২০ লাখ বাংলাদেশি কাজ করছে

নাটোর প্রতিনিধি

নাটোরে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে দক্ষতা ও সচেতনতামূলক সেমিনার হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সকালে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

বক্তারা জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি ২৮ লাখ প্রবাসী কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিবছর প্রতি উপজেলা থেকে এক হাজার যুব বা যুবতিকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চলতি বছরে সাড়ে সাত লাখ কর্মীর প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ গমনেচ্ছুদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ছয়টি আইএমটিতে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষিত কর্মীদের প্রবাস গমন সহজ করতে একটি ডাটা ব্যাংক তৈরি করা হয়েছে। সেমিনারে বলা হয়, বর্তমানে বিশ্বের ১৭৩ দেশে এক কোটি ২০ লাখের অধিক বাংলাদেশি কাজ করছেন। ২০১৮-১৯ অর্থবছরে তাদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ ১৬ দশমিক ৪ বিলিয়ন ডলার-যা বৈদেশিক রিজার্ভ মুদ্রার ৫০ শতাংশ। তাদের পাঠানো অর্থ জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম সেমিনার প্রধানের দায়িত্ব পালন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব শাহীন প্রবাস গমনেচ্ছু ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।

সর্বশেষ খবর