বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

৬ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা সদরের সরকারি শামছুর রহমান কলেজের একাদশ শ্রেণির ছয় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে ইয়ামিন সিকদার ও তার বন্ধু মারুফ রায়হানের বিরুদ্ধে। ইয়ামি ওই কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মারুফ রায়হান দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। এ বিষয়ে ওই ছয় ছাত্রী গত সোমবার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অধ্যক্ষ শিক্ষক পরিষদের জরুরি সভা ডেকে মঙ্গলবার পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি গঠনের পর থেকে ইয়ামি ও মারুফ কলেজে আসছেন না। তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহাসীন মাদবর বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ এখনও পাইনি। এই ধরনের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে। গোসাইরহাট থানার ওসি জানান, বুধবার ছাত্রীদের উত্ত্যক্ত করার কথা জানতে পেরেছি। এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। বিষয়টির খোঁজখবর নিচ্ছি। কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, দুই কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ছাত্রত্ব বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর