বগুড়ার ধুনট সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ ও শ্রমিকলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। গতকাল ধুনট থানা ভবনের সামনে সাব রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ফজলুল হক ডাবলু নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
ধুনট সাব রেজিস্ট্রার রিপন চন্দ্র ম-ল বলেন, দলিল লেখক সমিতির নামে কোনো কমিটি গঠনে সরকারিভাবে অনুমোদন নেই। দীর্ঘদিন ধরে অফিসের বাইরে কমিটি গঠন নিয়ে দুটি গ্রুপের উত্তেজনা চলে আসছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        