বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

১৫০০ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে গতকাল দেড় হাজার বাড়ির ৩ হাজার অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিতাস কর্তৃপক্ষ জানায়, নগরীর বটতলা, গাছা এলাকায় ৫ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ১ হাজার মিটার লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে ওই এলাকার প্রায় ১ হাজার বাড়ির ১ হাজার ৯০০ চুলা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। অপরদিকে কড্ডা রোড, ইটাহাটা এলাকায় অবৈধভাবে স্থাপিত দুই কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩০০ মিটার অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে সংযোগ বিচ্ছিন্ন হয় প্রায় ৫০০ বাড়ির ১ হাজার ১০০ অবৈধ চুলায়। তিনি আরও জানান, গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ খবর