ক্ষতিগ্রস্ত জাহাজ কিংবা বড় ট্রলার সংস্কারের (রিপিয়ারিং) উদ্দেশ্যে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের মদনখালী এলাকায় পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা ডকে অপরিকল্পিত বিদ্যুৎ সংযোগ দেওয়ায় ঝুঁকিতে রয়েছে কয়েকশ পরিবার। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন তারা। ডক মালিকরা বলছেন, বিদ্যুৎ বিভাগ টাকা নিলেও ডক পর্যন্ত খুঁটি না দেওয়ায় এমন বেহাল অবস্থার মধ্য দিয়ে বিদ্যুৎ নেওয়া হয়েছে ডক পর্যন্ত। আর বিদ্যুৎ বিভাগের কর্মীরা দোষ চাপাচ্ছেন একে অপরের ওপর। ফরিদপুর নদীবন্দর থেকে প্রায় এক কিলোমিটার দূরে আদমপুরে ক্ষতিগ্রস্ত জাহাজ সংস্কারের জন্যে গড়ে উঠেছে ১০টি ডক। এসব ডকে সংযোগ দেওয়া বিদ্যুতের মিটার ডক থেকে কয়েকশ মিটার দূরে জনবহুল এলাকায় এলোমেলোভাবে রাখা হয়েছে। পদ্মাতীরের বালুর মধ্যে খোলামেলাভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়েছে বিদ্যুতের তার। স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিবাদ করে তারা টিকতে পারেননি প্রভাবশালী ডক মালিক ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সামনে। এমন অপরিকল্পিত বিদ্যুৎ সংযোগ নেওয়ার ঘটনায় তারা ক্ষুব্ধ এবং শঙ্কিত। স্থানীয়দের দাবি, বাড়িঘরের পাশেই এলোমেলোভাবে থাকা তারের পাশে খেলাধুলায় ব্যস্ত থাকে আশপাশের পরিবারের শিশুরা। তাই যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ৪২০ ভোল্টের এসব তার বাড়ির পাশ ও বালুচরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় বড়রাও রয়েছেন দুর্ঘটনার শঙ্কায়। ডক মালিক আবদুল কাদের জানান, বাড়িঘর সংলগ্ন এলাকায় বিদ্যুতের মেইন সুইচবোর্ড রেখে সাইডলাইন নিয়ে কাজ করছেন তারা, যা রাতের বেলা খুলে রাখা হচ্ছে। এমন অপরিকল্পিত বিদ্যুৎ সংযোগের কারণে কোনো দুর্ঘটনার দায় নিতে চান না তারা। ওজোপাডিকোর লাইনম্যান বিল্লাল হোসেন জানান, উপসহকারী প্রকৌশলীর নির্দেশে এ লাইন দেওয়া হয়েছে। আর ওই অংশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, আমার মিটার সংযোগ দেওয়ার কোনো ক্ষমতা নেই। নির্বাহী প্রকৌশলীর নির্দেশে সংযোগ দিয়েছি। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মাহমুদ প্রধান জানান, প্রকল্পের মাধ্যমে খুঁটি দিয়ে নিরাপদভাবে বিদ্যুৎ সংযোগ দিতে আরও দুই থেকে তিন মাস সময় লাগবে। এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে।
শিরোনাম
- তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- ফ্রান্সে ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আমাদের আচরণ যেন আওয়ামী লীগের মতো না হয়: ড. মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
অপরিকল্পিত সংযোগ ঝুঁকিতে কয়েকশ পরিবার
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর