বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

লক্ষ্মীপুরে সড়কে ঝরল পাঁচ প্রাণ

বিভিন্ন স্থানে আরও ১০ জন নিহত

প্রতিদিন ডেস্ক

লক্ষ্মীপুরে সড়কে ঝরল পাঁচ প্রাণ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ছয় জেলায় সড়কে প্রাণ গেছে আরও ১০ জনের। গত ২৪ ঘণ্টায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিদা এলাকায় গতকাল সন্ধ্যায় পাজেরো গাড়ি-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে একই জেলার রায়পুর উপজেলায় গতকাল সকালে ট্রাকচাপায় ফাহিমা (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত ফাহিমা সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় সহপাঠীরা প্রায় ১ ঘণ্টা ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এবং প্রাইভেট কারচাপায় তিনজন নিহত হয়েছেন। পৃথক এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। গতকাল বেলা ১১টার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুইঁয়াগাঁতী কালিপুর এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে মৃত্যু হয় দুজনের। তারা হলেন, সলঙ্গা থানার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া (৫৮) ও বাসের হেলপার শুকুর আলী (৪০)। এর আগে সকালে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কে রাস্তা পারাপরের সময় প্রাইভেট কারচাপায় মারা যান সলঙ্গা থানার বোয়ালিয়ার চর গ্রামের মোকদ্দেস (৪০)।

টঙ্গী : গাজীপুরের টঙ্গী-কালিগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি বাজার এলাকায় সোমবার রাতে কাভার্ড ভ্যানচাপায় রবিন মিয়া (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সে নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও জামালপুরের ইসলামপুর থানার লিটন মিয়ার ছেলে। একই রাতে টঙ্গী স্টেশনরোড এলাকায় বাসচাপায় মৃত্যু হয়েছে মহন (৪৫) নামে এক ব্যক্তির। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি থানায়।

শ্রীপুর :  গাজীপুরের শ্রীপুরে বালু বহনকারী ড্রাম ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল চালক নাহিদ (২৮) নিহত ও অপর আরোহী তার দুই বন্ধু আহত হয়েছেন। নাহিদ কাপাসিয়া উপজেলার সিংহশ্রী  গ্রামের ফজর আলীর ছেলে। জামালপুর : সরিষাবাড়িতে ট্রাকের ধাক্কায় খোকা মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। খোকা পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। তিনি পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

গোপালগঞ্জ : সদর উপজেলার ডুমদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সেতু বিশ্বাস (৩২) নামে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যুবক।

নওগাঁ : মহাদেবপুরের হাটচকগৌরী বাজার এলাকায় ভটভটি উল্টে মোস্তফা কামাল (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। মোস্তফা মান্দা উপজেলার সুটিরহাট মীরপুর এলাকার আকরাম আলীর ছেলে।

সর্বশেষ খবর