শেরপুরে পিকনিকের বাসের চাপায় ভ্যানের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। শেরপুর-জামালপুর সড়কের কুসুমহাটি এলাকায় গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলেন, ভ্যানচালক আব্দুল হালিম (৪৫), ভ্যানযাত্রী আবুল কাশেম (৪০)। তাদের বাড়ি শেরপুর সদরের ছয়ঘড়িপাড়ায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শেরপুরের গজনি অবকাশ থেকে পিকনিকের বাস জামালপুর ফেরার পথে সদরের কুসুমহাটি এলাকায় একটি ভ্যান গাড়িকে চাপা দেয়। এ সময় ভ্যানচালক আব্দুল হালিম ও যাত্রী আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।