সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

বেনাপোলে দুর্ভোগে পাসপোর্ট যাত্রীরা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে দুর্ভোগে পাসপোর্ট যাত্রীরা

বেনাপোল বন্দর চেকপোস্ট

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণে আসা পাসপোর্ট যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ভারত যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্ট সোনালী ব্যাংকের বুথে ভ্রমণ ট্যাক্সের কোনো রসিদ নেই। যাত্রীদের ট্রেজারি চালান কপি ধরিয়ে দিচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। এ সংক্রান্ত জরুরি নোটিস শনিবার টাঙিয়ে দেওয়া হয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সোনালী ব্যাংক বুথ শাখায়। সরেজমিন দেখা যায়,  প্রত্যেক যাত্রীকে ব্যাংক থেকে একটি করে ট্রেজারি চালান কপি দেওয়া হচ্ছে। সেই চালান কপির আবার দুটি করে ফটোকপি করতে বলা হচ্ছে। অনেক যাত্রী চালান কপি লিখতেও পারছেন না। কেউ আবার ফটোকপির দোকান খুঁজতে গিয়ে হয়রান হেেচ্ছন। সোনালী ব্যাংকের বুথে যে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে, তাতে কোনো কোর্ড নম্বর দেওয়া নেই। কোন কোড নম্বরে যাত্রীরা ট্রাক্সের টাকা জমা দেবেন সে দিকনির্দেশনা নেই ওই নোটিসে। বেনাপোল সোনালী ব্যাংক ম্যানেজার রকিবুল হাসান জানান, রসিদ বই সংকটের কথা দুই মাস আগে রাজস্ব বোর্ডকে জানানো হয়েছে। তারা এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি।

সর্বশেষ খবর