মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভ্রাম্যমাণ আদালতের কথা বলে বিকাশে চাঁদা দাবি!

বরগুনা প্রতিনিধি

বিশেষ অভিযানের কথা বলে জেল-জরিমানার ভয় দেখিয়ে বরগুনার প্রাইভেট ক্লিনিকগুলোর কাছে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসন সূত্র বলছে, মোবাইল কোর্ট পরিচালনা করা হলে সেটি জনসম্মুখে করা হবে। জেলা প্রশাসক কার্যালয় থেকে বিকাশের মাধ্যমে কোনো টাকা চাওয়া হয়নি। যে বা যারা এভাবে টাকা চাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মাদ হোসেন জানান, দুটি ক্লিনিকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। আমাদের ধারণা সংঘবদ্ধ প্রতারক চক্র করোনা মহামারীর সুযোগকে কাজে লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

 বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বিষয়টি নিয়ে ক্লিনিক মালিকসহ সকলকে সতর্কাবস্থায় থাকার জন্য বলেছি। সেই সঙ্গে যে সব মোবাইল নম্বর থেকে টাকা চাওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর