বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

কয়েদির মৃত্যু

হবিগঞ্জে কারাগারে কুতুব উদ্দিন (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাতে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামে।

-হবিগঞ্জ প্রতিনিধি

লাকসামে বেড়েছে জনসচেতনতা 

ক্ষতিকর করোনাভাইরাস প্রতিরোধে কুমিল্লার লাকসামে জনসচেতনতা বেড়েছে। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বাজার, মার্কেট, রাস্তাঘাট, বাসস্ট্যান্ডে কমেছে গণজমায়েত। করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন, পৌরসভা, হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, পৌর নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা সর্বদা তৎপর রয়েছি। -লাকসাম প্রতিনিধি

বজ্রপাতে নিহত

গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে চিংগুড়িয়ায় স্বপন হাওলাদার (৩২) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গবাল বিকাল সাড়ে ৫টার পর। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

-গলাচিপা প্রতিনিধি

নির্মাণ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকায় একটি ছয়তলা বিল্ডিংয়ের পাইলিং করার সময় লোহার বোরিং পাইপ পড়ে আবু হুরায়রা নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তারাকান্দা গ্রামে।

-নেত্রকোনা প্রতিনিধি

লাশ উদ্ধার

বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে বানারীপাড়ার নিখোঁজ ব্যবসায়ী মিল্টন হাওলাদারের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল পুলিশ তার মরদেহ উদ্ধার। মিল্টন চাখার ইউনিয়নের চালিতাবাড়ি এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর