বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

পণ্যবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

সিরাজগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সয়দাবাদ এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সাত ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। দুপুর সোয়া ২টার পর রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) এসে বগি দুটি অপসারণ ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী মো. আহসান সেখ জানান, ভারত থেকে আসা ৩০টি বগির মালবাহী ট্রেনটি সেতুর পশ্চিমপাড়ে মালামাল আনলোড করে। আনলোড শেষে গাড়িগুলো সান্টিং করার সময় দুটি বগি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের লুপ লাইনসহ তিনটি লেন লক হয়ে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সর্বশেষ খবর