করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে চলছে সাধারণ ছুটি। সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণার পর সারা দেশের মতো যশোরের শার্শার খেটে খাওয়া মানুষও নিজেদের গৃহবন্দী করে ফেলেছেন। এরপর থেকে অনেকটা নেতাশূন্য হয়ে পড়েছে শার্শা উপজেলা। যে সব নেতার পোস্টারে ছেয়ে আছে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশ। যারা বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে সামনের কাতারে থাকতেন। তাদের দেশের ক্রান্তিলগ্নে পাশে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শার্শার সাধারণ জনগণ। এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে স্যোশাল মিডিয়ায়। কয়েকজন নেতা বা বিভিন্ন সংগঠন থেকে দরিদ্রদের সাহায্য দেওয়া হলেও তা সেলফির ভিড়ে ম্লান হচ্ছে। দিন আনা দিন খাওয়া মানুষের দুমুঠো ভাতের ব্যবস্থা করবে-এমন নেতার যেন বড়ই অভাব পড়েছে শার্শা উপজেলায়। অনেকে স্যোশাল মিডিয়ায় পোস্ট করছেন, ‘অমুক ভাই, তমুক ভাই, তাদের এখন দেখা নাই’। ‘কোথায় গেল রাস্তার দুই ধারে পোস্টার লাগানো নেতারা’। ‘করোনার ভয়ে গাঁঢাকা দিয়েছে নেতারা’। তবে, ‘ঘরে থাকার তৃতীয় দিনে’ যশোরের শার্শা উপজেলার এক হাজার দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের ভ্যানচালক খয়রাত আলী (৪৮) বলেন, ‘এখন ভ্যান চালাতি পারছি নে, আয় রোজগার নেই। প্রধানমন্ত্রীর এই অনুদান আমার জন্যি আশীর্বাদ। অন্তত ছেলেপিলে নিয়ে দুমুঠো খাওয়ার ব্যবস্থা হলো।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের এরিয়া ম্যানেজার পলাশ চন্দ্র মন্ডলকে ট্যাগ কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু ও একটা সাবান রয়েছে।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
নেতাশূন্য শার্শা, ভরসা প্রধানমন্ত্রীর অনুদান
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর