বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রশাসনের ব্যস্ততায় জাটকা নিধনের মহোৎসব

রাহাত খান, বরিশাল

প্রশাসনের করোনাভাইরাস ব্যস্ততার সুযোগে বরিশালে বিভিন্ন নদীতে জাটকা নিধনের মহোৎসব চলছে। এসব জাটকা বাজারে চাপিলা বলে বিক্রির অভিযোগ উঠেছে। সূত্র জানায়, স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর করোনাভাইরাসের ব্যস্ততার কারণে বরিশালের নদ-নদীতে নিয়মিত অভিযান শিথিল। এই সুযোগে বরিশালের বিভিন্ন নদী থেকে ইলিশের পোনা শিকার করে চাপিলা বলে বাজারে বিক্রি করছেন জেলেরা। ৩ থেকে ৪ ইঞ্চি আকারের চাপিলা প্রতি কেজি দেড়শ থেকে দুইশ টাকায় বিক্রি হচ্ছে। হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, নৌ-পুলিশ প্রতিনিয়ত ইলিশ পোনা শিকারবিরোধী অভিযান চালাচ্ছে। গত সপ্তাহেও নৌ-পুলিশ বিপুল পরিমাণ ইলিশ পোনা জব্দ করেছে। বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, বরিশালের নদ-নদীতে চাপিলা খুব কম পরিমাণে পাওয়া যায়। যা ধরা পড়ছে তার মধ্যে বেশির ভাগ ইলিশের পোনা। বরিশাল মৎস্য অধিদফতর সূত্র জানায়, জাটকা (৯ ইঞ্চির ছোট সাইজ) রক্ষায় পয়লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা শিকারে নিষেধাজ্ঞা চলছে।

দেশের ৫টি ইলিশ অভয়াশ্রমে গত পয়লা মার্চ থেকে সব ধরনের মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। যা শেষ হবে আগামী ৩০ এপ্রিল। নিষেধাজ্ঞা পালনে উৎসাহিত করতে কার্ডধারী প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। জেলায় কার্ডধারী জেলে রয়েছেন ৩১ হাজার ৭১৫ জন। জেলায় মোট জেলে রয়েছেন ৭৮ হাজার।

সর্বশেষ খবর