বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সর্দি-জ্বরে আক্রান্তদের আশা দেখাচ্ছেন এক ডাক্তার

নেত্রকোনা প্রতিনিধি

করোনা আতঙ্কে হাসপাতালগুলো প্রায় খালি হয়ে যাচ্ছে। ডাক্তারদের সেভাবে পাচ্ছে না মানুষ। অনেকে হাসপতালে চিকিৎসাসেবা না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এমন সময় নিজ ডায়াগনস্টিক সেন্টারে সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে আসা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন অবসরপ্রাপ্ত শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলাম ফকির।

নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় মাইক্রো বাসস্ট্যান্ড মোড়ে শাহ সুলতান ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন দেওয়া হচ্ছে সর্দি-জ্বর আক্রান্তদের চিকিৎসা। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ১০-১৫ জন রোগী সেবা নিয়েছেন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে আসা এক বৃদ্ধাকে দেখা গেছে শাহ সুলতান ডায়াগনস্টিক সেন্টারে ওয়েটিং কক্ষে বেডের ব্যবস্থা করে স্যালাইন দিয়ে রাখতে। ডাক্তার নজরুল ইসলাম ফকির বলেন, ‘এই মুহূর্তে মানুষের সেবা করা বেশি জরুরি। আমি বলে দিয়েছি যারা সর্দি-জ্বরে ভুগছেন তারা আসবেন। আমি সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। রোগীদের ভয় পাওয়া সেবকের কাজ নয়।

সর্বশেষ খবর