বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মাঠ আর বিনোদন কেন্দ্রে বদলে যাবে জনপদ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল। গ্রামটি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র স্থাপিত হলে বদলে যাবে একটি জনপদ। গ্রামে রয়েছে সরকারের ৭ একর খাসজমি; যা খালি পড়ে আছে। খেলাধুলার সুযোগ পেলে স্থানীয় তরুণরা মাদকসহ অসামাজিক কাজ থেকে বিরত থাকবে। বিনোদন কেন্দ্র গড়ে উঠলে এখানে প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের।

স্থানীয় সূত্র জানান, এ ইউনিয়নে রয়েছে ২০টি গ্রাম। এখানে লক্ষাধিক মানুষের বাস। এ এলাকায় নেই উল্লেখযোগ্য কোনো খেলার মাঠ। পুরো লাকসাম উপজেলায় নেই বিনোদন কেন্দ্র। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম মনপালের খাসজমি পরিদর্শন করেছেন। গ্রামের ফুলকলি বিদ্যানিকেতনের পরিচালনা কমিটির সভাপতি লতিফুর রহমান খোকন ও উত্তরদা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাসুদুল হক বলেন, মনপাল গ্রামের চারদিকে যোগাযোগব্যবস্থা রয়েছে। এখানে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র স্থাপন সময়ের দাবি। গ্রামের উত্তরদিকের সড়কটি প্রসারিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সড়কটি প্রসারিত হলে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্রে পুরো উপজেলা থেকে লোক আসতে পারবে। ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এখানে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছেন। এখানে বিনোদন কেন্দ্র হলে দর্শনার্থীর ঢল নামবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম বলেন, এখানে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র স্থাপন করা যেতে পারে। বিনোদন কেন্দ্র বলতে লেকে বোট আর পাড়ে বেঞ্চি স্থাপন করা হবে। লেকের ওপর হাতিরঝিলের মতো ব্রিজ করা যেতে পারে। এ নিয়ে পরিকল্পনার নকশা মন্ত্রীর কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

সর্বশেষ খবর