বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সাজেকে হামে আরেক শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫৫

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির সাজেকে হামে আক্রান্ত হয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদলছড়ি পাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম নিকেতন চাকমা (১৫)। এ নিয়ে সাজেকে হামে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৯ জনে। এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আরও ১৫৫ শিশু। সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা জানান, দেশে যখন করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে, তখন সাজেকে মহামারী হয়ে দাঁড়িয়েছে হাম রোগ। তাই সঠিক চিকিৎসা পাচ্ছে না আক্রান্ত শিশুরা। তবে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ও সেনাবাহিনী হাম আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইফতেখার আহমেদ জানান, আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চারটি মেডিকেল টিম বিছিন্নভাবে ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে সেবা দিয়ে যাচ্ছে। এছাড়া সেনাবাহিনীর চিকিৎসক দলও আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। গুরুতর অসুস্থ শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ঢাকা স্বাস্থ্য অধিদফতরের পরীক্ষাগারে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত ২৫ মার্চ বিজিবি ও সেনাবাহিনীর ব্যবস্থাপনায়  হেলিকপ্টারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হামে আক্রান্ত ৫ শিশুকে। প্রসঙ্গত, সাজেক ইউনিয়নের কাইচ্যাপাড়া, লুংঠিয়ান, অরুণ পাড়া, নিউ থাংনাং পাড়ায় প্রায় ১৬১ জন শিশু হাম রোগে আক্রান্ত হয়। এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছে ৯ শিশু। চিকিৎসাধীন রয়েছে ১৫৫ শিশু।

সর্বশেষ খবর