বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
গুজব সৃষ্টির অভিযোগ

গৌরনদীতে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীতে করোনা সম্পর্কে মাইকে ও ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে স্থানীয় প্রশাসনের অভিযানে ছয়জনকে আটক করা হয়। পরে সার্বিক বিবেচনায় তাদের  ২৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদে র আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা সংক্ষিপ্ত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এর আগে গত মঙ্গলবার রাত ১০টায় আটককৃতরা মাইকিং করে এবং ফেসবুকে করোনা সম্পর্কে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্ট্রির চেষ্টা করে। মাইকে এবং ফেসবুকে তারা উল্লেখ করেন, ‘মঙ্গলবার রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যাবেন না। করোনাভাইরাস নির্মূলে হেলিকপ্টারযোগে স্প্রে করা হবে। এ সময়ে ঘরের বাইরে কোনো কাপড়-চোপড় থাকলে তাও দ্রুত ঘরে নিয়ে যান।

বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে ওই রাতেই অভিযানে নামেন তারা। পরে অভিযুক্ত ছয়জনকে আটক করা হয়। তারা হলেন রফিকুল ইসলাম, সালমা আক্তার, আবদুল কাদের, হাসান আল-মামুন, সিরাজুল ইসলাম ও দিপালী দেবনাথ। এদের মধ্যে দুজন মাইকে করোনা সম্পর্কে গুজব সৃষ্ট্রির অভিযোগে এবং অপর চারজনকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর