রংপুরের তারাগঞ্জে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ক্যানেলের ৫০ ফুটের বেশি ভেঙে গিয়ে ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানির নিচে তলিয়ে গেছে ওইসব গ্রামের রাস্তাঘাটসহ প্রায় ১৫০ হেক্টর জমির ফসল। গতকাল সকালে রংপুরের তারাগঞ্জে এ ঘটনা ঘটে। ক্যানেল ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হবার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরাসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে তারাগঞ্জ উপজেলার কুর্শা এলাকায় তিস্তা ব্যারাজ সেচ ক্যানেলের পাড় ভেঙে যায়। এতে উপজেলার অনন্তপুর, কাজিপাড়া, মিস্ত্রীপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গাপাড়া, হাজিপাড়া, বড়বাড়ি, শেরপুর, আখিরারপাড়সহ ৯টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। স্থানীয়রা বলেন সেচ ক্যানেলের পাড়ের নিচের দিকে মাটি নরম হওয়ায় পাড় ভেঙে যাবার ঘটনা ঘটেছে। এর আগে ওই পাড়ের পাশে ছোট ছোট গর্ত তৈরি হয়েছিল। তাদের ধারণা দীর্ঘদিন সেচ ক্যানেল সংস্কার না করায় মাটি নরম ও গর্ত থেকেই এই সেচ ক্যানেলের পাড় ভেঙে গেছে। এতে অন্তত আট গ্রামের প্রায় ১৫০ হেক্টর আবাদি জমি, দুটি ইটভাটা, মৎস্য খামার ও রাস্তাঘাট সবকিছু এখন পানিতে তলিয়ে আছে। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক সরকার জানান, পাড় ভেঙে যাবার পর থেকে পানির তীব্র স্রোতে গ্রামের গ্রামের পর প্লাবিত হচ্ছে। তার নিজের বাড়িসহ গ্রামের অসংখ্য ঘরবাড়িতে পানি ঢুকেছে। এতে কমপক্ষে ৯টি গ্রামের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার বলেন, তিস্তা সেচ ক্যানেল পাড়ের প্রায় ৫০ ফুটের মতো অংশ ভেঙে গেছে। এতে নিচু এলাকার জমিসহ অন্তত হেক্টর কৃষি জমিতে পানি ঢুকে পড়েছে। দু’একদিন পর ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, কুর্শা ইউনিয়নের অনন্তপুর এলাকায় সেচ ক্যানেলের একাংশ ভেঙে কয়েকটি পাড়া প্লাবিত হয়েছে। এতে আবাদি জমিসহ নিচু এলাকায় পানি ঢোকায় কৃষক ও মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। পানি উন্নয়ন বোর্ড সেচ প্রকল্পের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ বিকালে বলেন, ভেঙে যাওয়া অংশ মেরামতের চেষ্টা চলছে। এলাকায় ক্যানেলটি খুবই মজবুত ছিল। বিভিন্ন এলাকায় মানুষ ক্যানেল ফুটো করে জমিতে চুরি করে পানি নেয়। সে কারণেই হোক আর ইঁদুরের গর্তের কারণেই হোক ক্যানেলটি ভেঙে গেছে।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
সেচ ক্যানেল ভেঙে পানির নিচে ১৫০ হেক্টর জমির ফসল
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর