রংপুরের তারাগঞ্জে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ক্যানেলের ৫০ ফুটের বেশি ভেঙে গিয়ে ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানির নিচে তলিয়ে গেছে ওইসব গ্রামের রাস্তাঘাটসহ প্রায় ১৫০ হেক্টর জমির ফসল। গতকাল সকালে রংপুরের তারাগঞ্জে এ ঘটনা ঘটে। ক্যানেল ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হবার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরাসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে তারাগঞ্জ উপজেলার কুর্শা এলাকায় তিস্তা ব্যারাজ সেচ ক্যানেলের পাড় ভেঙে যায়। এতে উপজেলার অনন্তপুর, কাজিপাড়া, মিস্ত্রীপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গাপাড়া, হাজিপাড়া, বড়বাড়ি, শেরপুর, আখিরারপাড়সহ ৯টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। স্থানীয়রা বলেন সেচ ক্যানেলের পাড়ের নিচের দিকে মাটি নরম হওয়ায় পাড় ভেঙে যাবার ঘটনা ঘটেছে। এর আগে ওই পাড়ের পাশে ছোট ছোট গর্ত তৈরি হয়েছিল। তাদের ধারণা দীর্ঘদিন সেচ ক্যানেল সংস্কার না করায় মাটি নরম ও গর্ত থেকেই এই সেচ ক্যানেলের পাড় ভেঙে গেছে। এতে অন্তত আট গ্রামের প্রায় ১৫০ হেক্টর আবাদি জমি, দুটি ইটভাটা, মৎস্য খামার ও রাস্তাঘাট সবকিছু এখন পানিতে তলিয়ে আছে। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক সরকার জানান, পাড় ভেঙে যাবার পর থেকে পানির তীব্র স্রোতে গ্রামের গ্রামের পর প্লাবিত হচ্ছে। তার নিজের বাড়িসহ গ্রামের অসংখ্য ঘরবাড়িতে পানি ঢুকেছে। এতে কমপক্ষে ৯টি গ্রামের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার বলেন, তিস্তা সেচ ক্যানেল পাড়ের প্রায় ৫০ ফুটের মতো অংশ ভেঙে গেছে। এতে নিচু এলাকার জমিসহ অন্তত হেক্টর কৃষি জমিতে পানি ঢুকে পড়েছে। দু’একদিন পর ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, কুর্শা ইউনিয়নের অনন্তপুর এলাকায় সেচ ক্যানেলের একাংশ ভেঙে কয়েকটি পাড়া প্লাবিত হয়েছে। এতে আবাদি জমিসহ নিচু এলাকায় পানি ঢোকায় কৃষক ও মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। পানি উন্নয়ন বোর্ড সেচ প্রকল্পের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ বিকালে বলেন, ভেঙে যাওয়া অংশ মেরামতের চেষ্টা চলছে। এলাকায় ক্যানেলটি খুবই মজবুত ছিল। বিভিন্ন এলাকায় মানুষ ক্যানেল ফুটো করে জমিতে চুরি করে পানি নেয়। সে কারণেই হোক আর ইঁদুরের গর্তের কারণেই হোক ক্যানেলটি ভেঙে গেছে।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
সেচ ক্যানেল ভেঙে পানির নিচে ১৫০ হেক্টর জমির ফসল
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর