রংপুরের তারাগঞ্জে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ক্যানেলের ৫০ ফুটের বেশি ভেঙে গিয়ে ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানির নিচে তলিয়ে গেছে ওইসব গ্রামের রাস্তাঘাটসহ প্রায় ১৫০ হেক্টর জমির ফসল। গতকাল সকালে রংপুরের তারাগঞ্জে এ ঘটনা ঘটে। ক্যানেল ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হবার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরাসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে তারাগঞ্জ উপজেলার কুর্শা এলাকায় তিস্তা ব্যারাজ সেচ ক্যানেলের পাড় ভেঙে যায়। এতে উপজেলার অনন্তপুর, কাজিপাড়া, মিস্ত্রীপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গাপাড়া, হাজিপাড়া, বড়বাড়ি, শেরপুর, আখিরারপাড়সহ ৯টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। স্থানীয়রা বলেন সেচ ক্যানেলের পাড়ের নিচের দিকে মাটি নরম হওয়ায় পাড় ভেঙে যাবার ঘটনা ঘটেছে। এর আগে ওই পাড়ের পাশে ছোট ছোট গর্ত তৈরি হয়েছিল। তাদের ধারণা দীর্ঘদিন সেচ ক্যানেল সংস্কার না করায় মাটি নরম ও গর্ত থেকেই এই সেচ ক্যানেলের পাড় ভেঙে গেছে। এতে অন্তত আট গ্রামের প্রায় ১৫০ হেক্টর আবাদি জমি, দুটি ইটভাটা, মৎস্য খামার ও রাস্তাঘাট সবকিছু এখন পানিতে তলিয়ে আছে। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক সরকার জানান, পাড় ভেঙে যাবার পর থেকে পানির তীব্র স্রোতে গ্রামের গ্রামের পর প্লাবিত হচ্ছে। তার নিজের বাড়িসহ গ্রামের অসংখ্য ঘরবাড়িতে পানি ঢুকেছে। এতে কমপক্ষে ৯টি গ্রামের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার বলেন, তিস্তা সেচ ক্যানেল পাড়ের প্রায় ৫০ ফুটের মতো অংশ ভেঙে গেছে। এতে নিচু এলাকার জমিসহ অন্তত হেক্টর কৃষি জমিতে পানি ঢুকে পড়েছে। দু’একদিন পর ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, কুর্শা ইউনিয়নের অনন্তপুর এলাকায় সেচ ক্যানেলের একাংশ ভেঙে কয়েকটি পাড়া প্লাবিত হয়েছে। এতে আবাদি জমিসহ নিচু এলাকায় পানি ঢোকায় কৃষক ও মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। পানি উন্নয়ন বোর্ড সেচ প্রকল্পের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ বিকালে বলেন, ভেঙে যাওয়া অংশ মেরামতের চেষ্টা চলছে। এলাকায় ক্যানেলটি খুবই মজবুত ছিল। বিভিন্ন এলাকায় মানুষ ক্যানেল ফুটো করে জমিতে চুরি করে পানি নেয়। সে কারণেই হোক আর ইঁদুরের গর্তের কারণেই হোক ক্যানেলটি ভেঙে গেছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ