সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মাদ্রাসা থেকে হজের টাকা চুরি, শিক্ষকের কাছ থেকে উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে একটি মাদ্রাসার লকার ভেঙে ওমরাহ হজ পালনের টাকা চুরির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশ তার কাছ থেকে চুরি হওয়া সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সদর উপজেলার গেরদা ইউনিয়নের শের আলী মাদ্রাসায়। গ্রেফতার ফোরকান (২৬) একই মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও মাদ্রাসা সূত্র জানায়, সদর উপজেলার গেরদা ইউনিয়নের শের আলী মাদ্রাসায় পাঁচজন শিক্ষক ও ২ শতাধিক শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসার প্রধান শিক্ষক কাজী নাসিরউল্লাহ এবং তার স্ত্রীর ওমরাহ হজ পালনের জন্য সাড়ে ৪ লাখ টাকা কয়েকদিন আগে তিনি তার অফিসের লকারে রাখেন। গত শনিবার রাতে তিনি পাশের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে দেখতে পান মাদ্রাসার লকার ভাঙা এবং টাকা নেই। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ওই রাতেই মাদ্রাসার সহকারী শিক্ষক ফোরকান (২৬)কে আটক করেন করে। পরে পুলিশ তার ভাড়া বাসা থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করে। ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি সুনীল কর্মকার বলেন, শিক্ষক ফোরকানের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল দুপুরে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর