বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ নিতে আসা দুজনকে মেয়রের গলাধাক্কা

ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ত্রাণ নিতে লাইনে দাঁড়ানো দুই নারী-পুরুষকে গলাধাক্কা দিয়েছেন পৌরসভার মেয়র। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র মুক্তার আলী কয়েক দিন আগে এ কা- ঘটিয়েছেন। গত মঙ্গলবার থেকে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন মেয়র। পৌর এলাকায়ও বইছে সমালোচনার ঝড়। জানা যায়, করোনা পরিস্থিতিতে গত সোমবার পৌরসভায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তখন তালিকায় নাম না থাকলেও শিখা বেগম নামে এক নারী এবং আশরাফ আলী নামে এক ভ্যানচালক লাইনে দাঁড়িয়েছিলেন। মেয়র মুক্তার আলী তাদের গালাগালি করে গলাধাক্কা দিয়ে লাইন থেকে বের করে দেন। আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বলেন, ‘এই ওয়ার্ডে সরকারি ত্রাণ এবং এলাকার বিত্তবানদের দেওয়া সহযোগিতা একসঙ্গে করে অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। মেয়র দুজনকে তাড়িয়ে দেন। আমি খুবই লজ্জিত। জানি না মেয়র কেন তাদের গায়ে হাত তুললেন।’ অভিযোগের বিষয়ে পৌর মেয়র মুক্তার আলী বলেন, ‘এসব বিষয়ে আপনাদের মাথা ঘামানোর প্রয়োজন নাই। আমি কাকে ত্রাণ দিব, আর কাকে দিব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।’

সর্বশেষ খবর