বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণের জন্য বিক্ষোভ ইউপি চেয়ারম্যানের বাড়ি ঘেরাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা গতকাল ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন।  মিছিল নিয়ে প্রথমে তারা ফতুল্লা মডেল থানার সামনে অবস্থান নেন। পরে ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীরা প্রায় ১ ঘণ্টা চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে রাখেন। বিক্ষোভে অংশ নেওয়া হামিদা খাতুন জানান, করোনাভাইরাস থেকে বাঁচতে আমরা নিজ নিজ বাসায় অবস্থান করছি। কোনো কাজ করতে পারছি না। আমাদের ঘরের খাবার শেষ হয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের খোঁজ রাখছেন না। তাই ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন জানান, মানুষ ক্ষুধার জ্বালায় জনপ্রতিনিধির বাড়ি ঘেরাও করবে এটাই স্বাভাবিক। আমি যদি প্রয়োজনীয় ত্রাণ না পাই কোথা থেকে দেব।

সর্বশেষ খবর