সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা সংকটে বাড়ছে চুরি-ছিনতাই মাদকসেবীদের উপদ্রব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনা সংকটের সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে পাল্লা দিয়ে বাড়ছে চুরি-ছিনতাইসহ মাদকসেবীদের উপদ্রব। সারা দেশের মতো এ জেলার সাধারণ মানুষ যখন রয়েছেন। এ সুযোগে শহরের বিভিন্ন স্থানে চুরি-ছিনতাইসহ মাদকসেবীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে আতংকের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। শহরের পুরনো বাজার এলাকা থেকে সম্প্রতি দুটি রিকশাভ্যান চুরি হয়েছে। এ ছাড়া শহরের বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে। অন্যদিকে কয়েকজন কাঁচাবাজার ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এদিকে শহরে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার টহল জোরদার থাকলেও থেমে নেই মাদকসেবীদের তৎপরতা। শহরের পুরনো বাজার, হুজরাপুর, পশ্চিমাপাড়া, চন্ডিতলা, রেলস্টেশন এলাকা, শান্তিমোড়, মাঝপাড়া, বারঘরিয়াসহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে মাদকসেবীদের মাতলামি। সন্ধ্যার পর ওইসব এলাকায় মাদকসেবীদের তৎপরতা দেখে মনে হয় শহরের দোকানপাট বন্ধ থাকলেও সহজে মিলছে মাদক। এসব সেবন করে এলাকার পরিবেশ নষ্ট করে তুলছে মাদকসেবীরা। ওইসব এলাকার জনসাধারণ মাদকসেবীসহ বিক্রেতাদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর