বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৯ মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জোতপাড়া গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহমুদুল্লাহ। সে ওই এলাকার আব্দুল্লাহর ছেলে। হত্যার ঘটনায় গতকাল ভোরে পুলিশ শিশুটির মা মুক্তি খাতুনকে আটক করেছে। স্থানীয় ইনসাফ আলী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মুক্তির ঘরের দরজা খোলা দেখে তার ননদ ভিতরে ঢুকে শিশুটির মুখে টেপ লাগানো দেখে। শিশুটিকে দ্রুত কোলে তোলার পর দেখতে পায় তার গলাকাটা। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয় ইউপি পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল জানান, আড়াই বছর আগে আব্দুল্লাহর সঙ্গে একই উপজেলার মহারাজপুর গ্রামের মুক্তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। মঙ্গলবার আব্দুল্লাহ ধান কাটার জন্য কামলা দিতে যায়।

এ অবস্থায় রাতে মা শিশুটিকে ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায়। শাহজাদপুর থানার ওসি জানান, গতকাল ভোরে অভিযুক্ত মাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর