রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

সেমিস্টার ফি ও মেসভাড়া মওকুফ দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

করোনার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টার ফি ও শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফ করা, আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে ১৮ ভাগ বরাদ্দ নিশ্চিত করাসহ আগামী তিন বছরে শিক্ষা বরাদ্দ ২৫ ভাগে উন্নীত করা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে গতকাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন হয়। জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শম্পা দাসের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, ছাত্র ইউনিয়ন বি এম কলেজ শাখার সভাপতি কিশোর কুমার বালা, জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, নারীর আত্মরক্ষাবিষয়ক সংগঠন প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক মৌসুমী আক্তারসহ অন্যরা।

সর্বশেষ খবর