মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

ভার্চুয়াল আদালত বন্ধের দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভার্চুয়াল আদালত বন্ধের দাবি আইনজীবীদের

যশোরে আইনজীবীদের মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

আদালতের ভার্চুয়াল কার্যক্রম বন্ধ করে স্বাভাবিকভাবে পরিচালনার দাবিতে গতকাল যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে দুই শতাধিক আইনজীবী অংশ নেন। মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর বলেন, ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সবার কাছে প্রযুক্তিগত সুবিধা নেই। সাধারণ মানুষ আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যারা আদালতে অংশ নিচ্ছেন তাদের আলাপচারিতাও সঠিকভাবে হচ্ছে না। এমনকি বিদ্যুৎ সমস্যার কারণে অনেক সময় কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু না হলে আদালত বর্জনসহ বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে আইনজীবীরা।

সর্বশেষ খবর