রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ই্উনিয়নের মাদারহাট নামক স্থানে চারটি চোরাই গরু ও একটি পিকআপসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে জনতা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মিঠাপুকুর এলাকা থেকে পিকআপে করে চারটি চোরাই গরু নিয়ে যাওয়ার সময় মাদারহাটে যানজটের কারণে পিকআপটি আটকে যায়। সন্দেহবশত স্থানীয় জনতা এটি আটক করে। এ সময় পিকআপটি রেখে চালক পালিয়ে গেলেও তিন চোরসহ পিকআপটি আটক করা হয়। পিকআপে থাকা চারটি গরু নামিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পিকআপটি পুড়ে ছাই হয়ে গেছে। আটকরা হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিত্তম মাল, একই উপজেলার শিপন ও নাটোরের সিংড়ার রবিউল ইসলাম। গরুসহ আটকদের পীরগঞ্জে থানায় সোপর্দ করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি-তদন্ত মাসুম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।